Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুরআনের অবমাননা: নারীকে সাড়ে তিন বছরের জেল, ৫ লাখ টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২১, ১২:৪১ PM
আপডেট: ০৬ জুলাই ২০২১, ১২:৪১ PM

bdmorning Image Preview


পবিত্র কুরআনের অবমাননা করায় মরক্কোয় এক নারীকে সাড়ে তিন বছরের জেল ও ৬ হাজার ডলার, বাংলাদেশি টাকায় ৫ লাখ ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই নারী মরক্কো ও ইতালির দ্বৈত নাগরিক। খবর গালফ নিউজের। 

প্রতিবেদনে বলা হয়, ওই নারী পবিত্র কুরআনের সুরা আল-কাওসারের ব্যঙ্গ করে তার ব্যক্তিগত ফেসবুকে হ্যান্ডলে একটি পোস্ট দিয়েছিলেন। আর ওই খবর মরক্কোর মিডিয়ায় প্রচার হয়।

এরপরই মরক্কোর পেনাল কোডের ২৬৭ ধারায় ২৩ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে সাড়ে তিন বছরের জেল ও ৬ হাজার ডলার জরিমানাও করা হয়। যদিও ঘটনাটি ঘটে ২০১৯ সালের এপ্রিল মাসে। আর তখন থেকেই তিনি ফ্রান্সে বসবাস শুরু করেন। তবে চলতি মাসের শুরুর দিকে ফ্রান্স থেকে ফেরার পর রাবাত এয়ারপোর্টে নামার পর ওই নারীকে গ্রেফতার করা হয়। 

ওই নারীর বাবা বলেন, তার মেয়ে ভাবতেও পারেনি যে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে। তিনি বলেন, তার মেয়ে অর্থ না বুঝেই কুরআনের আয়াত পোস্ট করেছেন। কারণ তার মেয়ে ‘আরবি ভাষা খুব একটা ভালো জানে না’। এখন কারাগারে গিয়ে দেখেছি আমার মেয়ে ‘পুরোপুরি ভেঙে পড়েছে’। আমরা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো।

Bootstrap Image Preview