Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একসাথে ১০ সন্তান জন্ম দিলেন আফ্রিকান নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২১, ০২:১৯ PM
আপডেট: ০৯ জুন ২০২১, ০২:১৯ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকার এক নারী একসাথে ১০ সন্তানের জন্ম দিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। ৩৭ বছর গোসাইম থামারা সিথোল ২৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। সব সন্তান ও মা সুস্থ আছেন। এদের মধ্যে সাতটি ছেলে, তিনটি মেয়ে।

চিকিৎসকেরা জানিয়েছন, প্রাথমিক আল্টাসাউন্ড পরীক্ষায় তিনি ছয়টি সন্তান ধারণ করেছেন বলে মনে হচ্ছিল। পরবর্তী সময় দেখা যায়, তিনি আটটি সন্তানের মা হতে চলেছেন। কিন্তু শেষ দেখা গেল, তিনি ১০টি সন্তান জন্ম দিয়েছেন।

শিশুদের বাবা টেবোগো সোতেসসি। তিনি বেকার। তবে এতগুলো সন্তানের বাবা হয়ে তার আনন্দের কমতি নেই। তিনি বলেন, তিনি ভাগ্যবান বলেই সৃষ্টিকর্তা তাকে এত সন্তান উপহার দিয়েছেন।

সিজারিয়ানের মাধ্যমেই শিশুগুলোর জন্ম হয়।
আর গোসাইম আগেই মা হয়েছেন। তিনি ইতোপূর্বে দুটি ছয় বছর বয়স্ক সন্তানের মা ছিলেন।

এর আগে সর্বাধিক সন্তান জন্মদানের রেকর্ড ছিল মালির এক নারীর দখলে। তিনি গত মে মাসে একসাথে ৯টি সন্তান জন্ম দিয়েছিলেন। এদের মধ্যে পাঁচটি ছিল মেয়ে, চারটি ছেলে।

সূত্র : গালফ টুডে

Bootstrap Image Preview