Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আগুনে প্রান হারালেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২১, ০২:১৮ PM
আপডেট: ০৮ জুন ২০২১, ০২:১৮ PM

bdmorning Image Preview


ইসরায়েলের মহাকাশ সংস্থার সাবেক প্রধান এভি হার-ইভেন একর শহরে আরব এবং ইহুদিদের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার পর রোববার (৬ জুন) মারা গেছেন। ৮৪ বছর বয়সী এই বিজ্ঞানী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শিল্পেও ব্যাপক অবদান রেখেছেন।

গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের সময় দখলদার ইসরায়েলের অভ্যন্তরে আরব মুসলমানেরা যে বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন তারই ধারাবাহিকতায় ইহুদিবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় আক্রা শহরে একটি হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এভি হার ইভান তখন ওই হোটেলে ছিলেন।

আগুনে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। এছাড়া সৃষ্ট ধোয়ার কারণেও তিনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এভি হার ইভানকে হাসপাতালে স্থানান্তরের পর থেকেই তিনি অচেতন ছিলেন এবং বিশেষ যন্ত্রের সাহায্যে শ্বাস নিচ্ছিলেন।

এভি হার ইভান এর আগে দখলদার ইসরায়েলের মহাকাশ সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার অবদানের জন্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত হয়েছিল।

Bootstrap Image Preview