Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিফা র‌্যাংকিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২১, ১০:৪৩ PM
আপডেট: ২৭ মে ২০২১, ১০:৪৩ PM

bdmorning Image Preview


কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্ব খেলার আগে ঘরের মাঠেই প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। তার আগে র‌্যাংকিং প্রকাশ করছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে অপরিবর্তীত অবস্থায় রয়েছে লাল-সবুজরা।

বৃহস্পতিবার (২৭ মে) রাতে প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৪তম স্থানেই রয়েছে। পয়েন্ট ৯১৭. ৩৮।

দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে দেশ তিনটির অবস্থান যথাক্রমে ১৪৯, ১০৫ ও ৮০।

২১০ দলের মধ্যে একমাত্র একধাপ এগিয়েছে বাহরাইন। ৯৮ নম্বরে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের দেশটি। অন্যদিকে ২৪ নম্বরে থাকা ইউক্রেনের র‌্যাংকিং না বদলালেও পয়েন্ট কমেছে। ১৫১৪.৬৪ থেকে তাদের পয়েন্ট এখন ১৫১৫.৮৫।

এদিকে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম, দ্বিতীয় স্থানে আছে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এরপরই অবস্থান যথাক্রমে ব্রাজিল, ইংল্যান্ড আর পর্তুগাল। ৬ নম্বরে স্পেন, সাত নম্বরে ৭ ও ৮ নম্বরে আছে আর্জেন্টিনা।

এশিয়ার দলগুলির শীর্ষে থাকা জাপান রয়েছে ২৮ নম্বরে। দ্বিতীয় স্থানে থাকা ইরান ৩১ তম স্থানে।

Bootstrap Image Preview