Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজালাল বিমানবন্দরে বসছে রাডার, ব্যয় ৬৫৮ কোটি টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২১, ০৬:৫০ PM
আপডেট: ২৭ মে ২০২১, ০৬:৫০ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৫৮ কোটি ৪০ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে রাডার স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে আধুনিক রাডারসহ একটি এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন কাজের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৭মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রি পরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কমিউনিকেশনস, নেভিগেশন অ্যান্ড সার্ভিল্যান্স-এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (সিএনএস-এটিএম) সিস্টেমসহ রাডার স্থাপন কাজ থালস, ফ্রান্সের কাছ থেকে জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে সংগ্রহের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৬৫৮ কোটি ৪০ লাখ ৩২ হাজার টাকা।

Bootstrap Image Preview