Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ইসরায়েলে রকেট ছুড়ল লেবানন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২১, ১০:৩৪ AM
আপডেট: ১৪ মে ২০২১, ১০:৩৪ AM

bdmorning Image Preview


ফিলিস্তিনের গাজায় বোমা বর্ষণের প্রতিবাদে এবার ইসরায়েলে রকেট হামলা চালাল লেবানন। এর আগে হামাস ইসরায়েলে সহস্রাধিক রকেট হামলা চালিয়েছিল।

এপির খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবানন থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়। তাদের ধারণা, লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে।

হামলা মোকাবিলায় গত তিন দিনে জরুরি ভিত্তিতে ৯ হাজার বাড়তি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। 

গত সোমবার থেকেই উত্তপ্ত ইসরায়েল-ফিলিস্তিন। গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের পাল্টা রকেট হামলায় এখন পর্যন্ত সাতজন ইসরায়েলি নিহত হয়েছেন। 

Bootstrap Image Preview