Bootstrap Image Preview
ঢাকা, ১৫ সোমবার, আগষ্ট ২০২২ | ৩১ শ্রাবণ ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

দুধের বোরিং টেস্ট চেঞ্জ করতে অসাধারণ ফ্লেভারের আকিজ ডেইরির ফার্ম ফ্রেশ ফ্লেভারড ইউএইচটি মিল্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২১, ০৪:২৫ PM
আপডেট: ১১ মে ২০২১, ০৪:২৫ PM

bdmorning Image Preview


বাংলাদেশের মানুষের দুধের চাহিদা পূরণে নতুন নতুন ফ্লেভারে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আপনাদের জন্য নিয়ে এলো পুষ্টিগুণে ভরপুর ফার্ম ফ্রেশ ফ্লেভারড ইউএইচটি মিল্ক।

বাংলাদেশের মানুষের কাছে দুধের চাহিদা অপরিসীম। তবুও যুগের পর যুগ ধরে একই রকমের দুধ খেতে খেতে এক ধরনের অভূক্তি চলে আসে। তাই দুধের সেই বোরিং এক্সপেরিয়েন্সে এক নতুনত্ব আনতেই এই ফার্ম ফ্রেশ ইউএইচটি ফ্লেভারড মিল্ক নিয়ে আসা। বাজারে আসার পর থেকেই ভোক্তাদের মাঝে ফার্ম ফ্রেশ ইউএইচটি ফ্লেভারড মিল্ক জনপ্রিয় হচ্ছে। ফার্ম ফ্রেশ ইউএইচটি ফ্লেভারড মিল্ক ইতোমধ্যে সারাদেশের ভোক্তাদের হাতে হাতে। দুধের বোরিং টেস্ট চেঞ্জ করতে ভিন্ন ভিন্ন ফ্লেভারে এলো ফার্ম ফ্রেশ ফ্লেভারড মিল্ক। এতে আছে কমপ্লিট নিউট্রিশন, নেই কোনো ধরনের প্রিজারভেটিভ। পিওর দুধের সাথে রিয়েল ম্যাংগো পাল্প, চকোলেট, আর এলাচি এক্সট্রাক্ট নিয়ে ফার্ম ফ্রেশ ফ্লেভারড মিল্ক দুধের চেয়েও বেস্ট, সাথে এতগুলা টেস্ট।

ফার্ম ফ্রেশ ফ্লেভারড মিল্ক দেশের সর্বত্র খুচরা দোকান ও সুপারশপে পাওয়া যাচ্ছে, সাথে সাথে ০৮০০০০১৬৬০৯ নম্বরে কল করে হোম ডেলিভারি পাওয়া যাচ্ছে।

Bootstrap Image Preview