Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আল আকসায় হামলা: এবার ইসরায়েলে রকেট হামলা চালাল হামাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২১, ১১:১৯ PM
আপডেট: ১০ মে ২০২১, ১১:১৯ PM

bdmorning Image Preview


আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলে রকেট ছুড়েছে হামাস। সে সময় জেরুজালেমে এবং গাজা সীমান্তের কাছে সতর্কীকরণ সাইরেন বেজে উঠেছিল। সোমবার (১০ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আল-আকসা প্রাঙ্গণে ৩০০ ফিলিস্তিনি আহত হওয়ার প্রতিক্রিয়াস্বরূপ হামাস এ হামলা চালায়। 

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসয়েলকে আল আকসায় ও জেরুজালেমের অন্য একটি পয়েন্টে ইসরায়েলের সৈন্যদের সরে দাঁড়ানোর আলটিমেটাম দিয়েছিল।

হামাসের মূখপাত্র আবু ওবাইদা বলেন, ইসরায়েলের অন্যায় ও উগ্রতার বিরুদ্ধে জেরুজালেমে রকেট হামলা চালানো হয়েছে। এটি শত্রুপক্ষের জন্য হুঁশিয়ারি বার্তা।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ইসরায়েলি বাহিনী আল আকসা প্রাঙ্গণে ও ফিলিস্তিনি পরিবারের প্রতি অত্যাচার চালায় তাহলে আবারও হামলা চালানো হবে। 

ইসরায়েলি বাহিনী বলছে, সাতটি রকেট গাজা থেকে হামলা চালিয়েছে। যার মধ্যে একটি বাধাগ্রস্ত হয়েছে। 

সূত্র: আল জাজিরা

Bootstrap Image Preview