Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৩৫ প্রেমিকার কাছ থেকে গিফট ও নগদ টাকা হাতিয়ে নেয়ায় প্রেমিক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ০৩:১১ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০২১, ০৩:১১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


৩৫ জন প্রেমিকার কাছ থেকে গিফট এবং নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজন জাপানি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম তাকাশি মিয়াগায়া। তিনি তার ৩৫ জন প্রেমিকার সঙ্গে গভীর সম্পর্ক রাখার অভিনয় করেন। এমনকি তাদের কাছ থেকে গিফট পেতে প্রায়শই নিজের জন্মদিনের তারিখ পরিবর্তন করেন।

তবে ওই নারীরা ‘ভুক্তভোগী অ্যাসোসিয়েন’ গঠনের পর তাকাশির এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। পরে তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারীরা। টোকিও রিপোর্টার জানিয়েছে, পার্টটাইম কর্মী তাকাশি সঠিক জন্ম তারিখ হচ্ছে ১৩ নভেম্বর। কিন্তু তিনজন নারীকে তিনি তিনটি ভিন্ন জন্ম তারিখ বলেন।

এরপর গিফট হিসেবে এই তিন নারীর কাছ থেকে ১ লাখ ইয়েন (প্রায় সাড়ে ৭৮ হাজার টাকা) নিয়েছেন। এর মধ্যে নগদ ২০ হাজার ইয়েন এবং ৩০ হাজার ইয়েন মূল্যের একটি স্যুটও রয়েছে। পুলিশের ধারণা মাল্টি লেভেল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে নারীদের সঙ্গে প্রতারণা করতেন তিনি। ডেইলি স্টার জানিয়েছে, সিঙ্গেল নারীদের টার্গেট করতেন তাকাশি। আর বলতেন খুব শিগগিরই বিয়ে করবেন।

Bootstrap Image Preview