Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হত্যার পর মায়ের মাংশ খাওয়ার অভিযোগে আটক ব্যক্তির বিচার শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০৩:১৭ PM
আপডেট: ২২ এপ্রিল ২০২১, ০৩:১৭ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


নিজের মাকে হত্যার পর তার দেহ কেটে সেগুলোর কিছু অংশ খাওয়ার অভিযোগে স্পেনে এক ব্যক্তির বিচার শুরু হয়েছে। ২০১৯ সালে ৬৬ বছর বয়সী মায়ের বাড়ি থেকে আলবের্তো সানচেজ গোমেজকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, তারা অ্যাপার্টমেন্ট জুড়ে দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে থাকতে দেখেছেন। আর কিছু অংশ প্লাস্টিক কন্টেইনারে রাখা ছিল। তবে আদালতকে গোমেজ জানান যে, তিনি তার মায়ের দেহ খণ্ড বিখণ্ড করা এবং খাওয়ার কথা মনে করতে পারছেন না।

গোমেজের পার্সোনালিটি ডিজঅর্ডার রয়েছে। এছাড়া তিনি মাদকাসক্তও ছিলেন। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, নিজের মা মারিয়া সোলেদাদ গোমেজের বিরুদ্ধে সহিংসতার জন্য আগে থেকেই পুলিশের কাছে পরিচিত ছিলেন গোমেজ। গ্রেপ্তারের সময় গোমেজ ধ্বস্তাধ্বসি করেন বলেও জানায় পুলিশ।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পূর্বাঞ্চলীয় মাদ্রিদের একটি বাড়িতে গিয়ে পুলিশ এই বীভৎস দৃশ্য দেখতে পায়। সেখানে গিয়ে তারা দেখতে পান যে, মানবদেহের কিছু অংশ রান্না করা হচ্ছে এবং কিছু অংশ কন্টেইনারে রেখে দেয়া হয়েছে।

গ্রেপ্তারের সময় গোমেজের বয়স ছিল ২৬ বছর। তিনি পুলিশের কাছে স্বীকার করেন যে, নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। এরপর তার মায়ের দেহের কিছু অংশ যে খেয়ে ফেলে এবং কিছু অংশ কুকুরকে খাওয়ায়।

Bootstrap Image Preview