Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনাকালের প্রকৃত হিরো ডাক্তাররাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ০৪:২৫ AM
আপডেট: ১৯ এপ্রিল ২০২১, ১১:৪৬ AM

bdmorning Image Preview


গোলাম মোর্তুজা।।  লকডাউনের নামে যা করছেন এবং তারও আগে কোয়ারেন্টিনের নামে যা করেছেন, তা দিয়ে সংক্রমণ কমেনি। বেড়েছে, সারা দেশে ছড়িয়েছে। শেষ পর্যন্ত ভরসা কিন্তু ডাক্তার, নার্সসহ চিকিৎসা কর্মীরাই।

একজন ডাক্তারের ব্যবহার নিয়ে রঙ্গ-রসিকতা না করে, বাস্তবতা কতটা ভয়ঙ্কর অনুধাবন করার চেষ্টা করেন। আইন না দেখিয়ে, রাস্তায় চিকিৎসা কর্মীদের অপমান-অসম্মান না করে, বিশেষ ব্যবস্থায় হাসপাতালে আনার ব্যবস্থা করেন। স্যালুট দিয়ে সম্মান জানান।

ডাক্তারদের গালাগালি বহু করেছেন, ভবিষ্যতেও করতে পারবেন। কেউ আপনাদের ঠেকাতে পারবে না। ডাক্তাররা নিজের জীবনের ঝুঁকি নিয়ে, আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছেন। তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানান। করনাকালের প্রকৃত হিরো ডাক্তাররাই।

আমি ডাক্তারদের কথা বলছি, ডাক্তারদের নেতা ও ডাক্তার প্রশাসকদের কথা বলছি না। এদের অপকর্ম ও দালালির বিরুদ্ধে সোচ্চার থাকা জরুরি। তাদের জন্যে শ্রদ্ধা বা স্যালুট নয়।

গোলাম মোর্তোজা, সিনিয়র সাংবাদিক । 

Bootstrap Image Preview