Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মেঘনার মাঝনদীতে ফেরিতে আগুন, পুড়ল ১৩ যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১, ১২:২৯ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০২১, ১২:২৯ PM

bdmorning Image Preview


ভোলা-লক্ষ্মীপুর নৌপথে মেঘনা নদীতে কলমীলতা নামের একটি ফেরিতে আগুন লেগে ১৩টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পুড়ে গেছে।

ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার ভোলার ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি এলাকায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভোলার ই‌লিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজু‌চৌধুরী ঘাট থে‌কে ১৬টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নি‌য়ে ফেরিটি ইলিশা ঘাটের উদ্দেশে রওনা দেয়। এক ঘণ্টা চলার পর ফেরিতে আগুন ধরে যায়। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছায়।

এ বিষয়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি ইনচার্জ পারভেজ খান বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই আমরা ভোলা থেকে আরেকটি ফেরিতে ফায়ার সার্ভিসের টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাই। সেখানে আগুনের ভয়াবহতা দেখে আমরা অবাক হয়ে যাই। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ১৩টি যানবাহন পুড়ে গেছে।

‘তবে ওই মুহূর্তে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস না নিতে পারলে হয়তোবা ফেরিতে থাকা অন্য যানবাহনগুলোসহ ফেরিরও ক্ষতি হয়ে যেত। এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারত।’

ফেরির এক যাত্রী তানজিল হোসেন জানান, আগুন লাগার পর স্টাফসহ যাত্রীরা ফেরির পেছন দিকে নিরাপদে অবস্থান নেয়। একপর্যায়ে মাছ ধরার একটি ট্রলার এগিয়ে এলে তারা ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে যান।

আরেক যাত্রী নাছির বলেন, ‘আমার গাড়িতে বেঙ্গল প্লাস্টিকের মালামাল ছিল। আগুন লাগার সাথে সাথে আমার গাড়িতে আগুন লাগে। আমি ট্রলারে করে ঘাটে নামি।’

বর্তমানে ফেরিটি মেঘনা নদীর ভোলার চর এলাকায় নোঙ্গর করা আছে।

Bootstrap Image Preview