Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিদিন ৫ টাকা করে বাড়ছে পেঁয়াজের দাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২১, ০৫:৩৭ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০২১, ০৫:৩৭ PM

bdmorning Image Preview


আজ সোমবার (৫ এপ্রিল) আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন রাজধানীর বাজারগুলোতে কেজি প্রতি পেঁয়াজের দাম পাঁচ টাকা বেড়েছে। এর মাধ্যমে দুই দিনে পেঁয়াজের দাম বাড়ল ১০ টাকা।

করোনার প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত শনিবার (৩ এপ্রিল) সকালে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণার পর শনিবার দুপুর থেকে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। ওইদিন থেকেই পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়তি পরিমাণে কেনেন ক্রেতারা। বাড়তি পেঁয়াজ কেনার কারণে সন্ধ্যার পরপরই খুচরা দোকানগুলোতে পেঁয়াজ শেষ হয়ে যায়।

আর রোববার সকাল থেকেই পেঁয়াজের দাম বাড়িয়ে দেন পাইকাররা। রোববারের মতো সোমবার সকালেও পাইকারি বাজারে গিয়ে খুচরা ব্যবসায়ীরা দেখেন পেঁয়াজের দাম কেজিতে আরও পাঁচ টাকা বেড়েছে। ফলে পেঁয়াজের দাম আরও এক দফা বাড়ান খুচরা ব্যবসায়ীরা। গতকাল রোববার যে ব্যবসায়ীরা দেশি পেঁয়াজ ৩৫ টাকা কেজি বিক্রি করেছেন, আজ তারা ৪০ টাকা কেজি বিক্রি করছেন।

পেঁয়াজের এই দাম বাড়ার কারণ জানতে চাইলে কাজীপাড়ার ব্যবসায়ী বেলায়েত হাসান বলেন, লকডাউনের খবরে রোববার পেঁয়াজের দাম বেড়ে যায়। আজ আবার দাম বাড়বে ধারণাই করতে পারিনি। সকালে বাজারে গিয়ে দেখি গতকালের মতো আজও পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দ্রুত নজরদারি না বাড়ালে দাম আরও বাড়তে পারে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী নাইম শেখ বলেন, দুই দিনে মানুষ যে হারে পেঁয়াজ কিনেছেন, তাতে বাজারে পেঁয়াজের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে দাম বেড়ে গেছে। আমাদের ধারণা, এই দাম থাকবে না। কিছুদিনের মধ্যেই দাম কমে যাবে।

Bootstrap Image Preview