Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মুজিবশতবর্ষ পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ১১:৪৪ AM
আপডেট: ১৯ মার্চ ২০২১, ১১:৪৪ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


দেশের মতো মালয়েশিয়ায়ও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। প্রিয় নেতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার রাজধানী কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ বাদল ও শাহীন সর্দারের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অহিদুর রহমান অহিদ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা শওকত হোসেন পান্না ও প্রধান বক্তা ছিলেন যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান কামাল।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক সূত্রে গাঁথা। যারা বঙ্গবন্ধুকে বিতর্কিত করতে চায় তারা দেশের শত্রু বলে মন্তব্য করেন নেতারা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজি জাকারিয়া, দাতো আকতার হোসেন, কাইয়ুম সরকার, মনিরুজ্জামান মনির ও এ কামাল হোসেন চৌধুরী।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন-২০৪১’ বাস্তবায়ন করে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করার পথকে সুগম করতে হবে।

আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী, নুর মোহাম্মদ ভূঁইয়া, ফারজানা সুলতানা, মুরাদ চৌধুরী, আবদুল বাতেন, রিপন বিশ্বাস, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম (জহির), আল আমিন ডলার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসান, জালাল উদ্দীন সেলিম, সোহাগ সরকার, শ্রমিক লীগের সভাপতি নাজমুল হোসেন বাবুল, মো. সেলিম, ছাত্রলীগের মওদুদ মোল্লা, জুয়েলসহ অনেকে। পরে জাতির জনকের জন্মদিনের কেক কাটেন সংগঠনের নেতা কর্মীরা।

Bootstrap Image Preview