Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঘরের মাঠে টানা ছয় হার লিভারপুলের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০৯:৪৪ AM
আপডেট: ০৮ মার্চ ২০২১, ০৯:৪৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও ঘরের মাঠে হারতে হলো লিভারপুলকে। ফুলহ্যামের কাছে বর্তমান চ্যাম্পিয়নরা ১-০ গোলে হেরেছে। এই নিয়ে অ্যানফিল্ডে মাঠে টানা ষষ্ঠ ম্যাচে হার দেখল অল রেডরা।

রবিবার রাতে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা ফুলহ্যামের বিপক্ষেও জয় তুলতে ব্যর্থ হলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

নিজেদের শেষ ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে অল রেডরা। যার মধ্যে ঘরের মাঠে ছয়টি আর লেস্টার সিটির মাঠে হেরেছে বাকি একটি। ১০ ম্যাচের বাকি থাকা তিন ম্যাচের মধ্যে টটেনহাম, ওয়েস্ট হাম ও শেফিল্ড ইউনাইটেডের মাঠে জয় পেয়েছে লিভারপুল।

এদিন ৪৫তম মিনিটে ডান প্রান্ত থেকে আসা ফ্রি কিক ক্রস বিপদমুক্ত করতে পারেনি লিভারপুল। ডি বক্সের ঠিক বাইরে মোহাম্মদ সালাহর কাছ থেকে বল কেড়ে ভেতরে ঢুকেই দূরের পোস্টে নিচু শটে লক্ষ্যভেদ করেন মারিও লেমিনা।

ডানে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক আলিসন বেকার। দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ বাড়ায় স্বাগতিকরা কিন্তু প্রতিপক্ষের অটুট রক্ষণ ভাঙতে পারেনি। বিপরীতে পাল্টা আক্রমণ নির্ভর খেলতে থাকে সফরকারীরা। এই অর্ধেও তারা বেশ কয়েকবার ভীতি ছড়ালেও আক্রমণের শেষটা ছিল হতাশার।

৪৮তম মিনিটে সালাহর শট রক্ষণ দেওয়ালে বাধা পাওয়ার পর জোতার শট রুখে দেন গোলরক্ষক। ফুলহ্যামের গোলরক্ষক আলফোনসে অ্যারিওলাকে পরাস্ত করতে পারলেও বল কিছুটা উঁচু দিয়ে বেরিয়ে গেলে গোল পায়নি লিভারপুল। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে সক্ষম হয়নি ফিরমিনো-মানেরা।

এই হারে ইংলিশ লিগে ২৮ ম্যাচে ১২ জয়, ৭ ড্র আর ৯ হারে ৪৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান ম্যানচেস্টার সিটির। ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ২৮ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লেস্টার সিটি।

Bootstrap Image Preview