Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, জুন ২০২২ | ১৫ আষাঢ় ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

শান্তির জন্য ইরাকের মুসলিম-খ্রিস্টানদের এক হতে পোপের আহ্বান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১১:০৩ AM
আপডেট: ০৭ মার্চ ২০২১, ১১:০৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শান্তি জন্য ইরাকের মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের বৈরিতা দূরে রাখতে এবং ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

শনিবার (০৬ মার্চ) দক্ষিণ ইরাকে হযরত ইব্রাহিম (আঃ) এর ঐতিহাসিক জন্ম ভূমি ধ্বংসপ্রাপ্ত উর শহরে আন্তঃধর্মীয় নেতাদের মধ্যেকার এক বৈঠকে এ আহ্বান জানান।

সভায় পোপ ফ্রান্সিস বলেন, স্রষ্টার ইবাদাত করা এবং প্রতিবেশীদের ভালোবাসাই হলো প্রকৃত ধর্ম।

ধর্মীয় ও জাতিগত বিভেদ প্রভাবিত ইরাকে আন্তঃধর্মীয় সহিষ্ণুতা ও ভাতৃত্বের বার্তাকে আরও জোরদার করতে প্রথমবারের মতো দক্ষিণ ইরাকের ধ্বংসপ্রাপ্ত উর শহর ভ্রমণ করেন পোপ ফ্রান্সিস।

ধর্মীয় নেতাদের পোপ ফ্রান্সিস বলেন, মুসলিম, খ্রিস্টান, ইহুদী সবার নবী ইব্রাহিমের সন্তান হিসেবে শান্তির জন্য প্রার্থণা করতে, আমাদের উৎসে ফিরে যেতে, স্রষ্টার সৃষ্টির উৎসে, আমাদের ধর্মের জন্মের দিকে ফিরে যেতে উর শহরে একত্রিত হওয়া উপযুক্ত ছিল।

পোপ বলেন, শত্রুতা, উগ্রবাদ ও সহিংসতা ধর্মের হৃদয় থেকে জন্ম নেয় না, এগুলো ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

Bootstrap Image Preview