Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেশের পথে রওনা দিয়েছে মেট্রোরেলের প্রথম কোচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ১১:৩৮ AM
আপডেট: ০৫ মার্চ ২০২১, ১১:৩৮ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের প্রথম কোচ জাপানের কোবে বন্দর থেকে জাহাজ যোগে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এপ্রিলের শেষের দিকে এটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের জন্য ট্রেনটি আনা হচ্ছে।

বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) বন্দর ছেড়ে এসেছে বলে নিশ্চিত করেছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসি) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করছে জাপান। প্রতি সেট ট্রেনের দুপাশে দুটো ইঞ্জিন থাকছে। আর মধ্যে থাকবে চারটি করে কোচ।

জানা গেছে, জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি নির্মাণ প্রতিষ্ঠান ট্রেনগুলো তৈরি করেছে। ৩ হাজার ২০৮ কোটি ৪২ লাখ টাকা দাম পড়েছে প্রত্যেকটি ট্রেনের। এই দামের সঙ্গে শুল্ক ও ভ্যাট যুক্ত হয়ে ঢাকায় পৌঁছা পর্যন্ত প্রতিটি ট্রেনের দাম গিয়ে দাঁড়াবে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা।

Bootstrap Image Preview