Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২১ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবের রাজধানী রিয়াদে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।

সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি এক বিবৃতিতে জানিয়েছেন যে, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং জিজান প্রদেশে তিন দফা ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। চতুর্থ ড্রোন হামলা চালানো হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুসাইত শহরে।

তবে হুথিদের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও বোমাভর্তি ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে সৌদি।
‘আল একবারিয়া’ টেলিভিশনে রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে।

এসব হামলায় কমপক্ষে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

এদিকে চলতি মাসের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে, ইয়েমেনে সৌদি জোটের লড়াইয়ে তার দেশ সমর্থন দেয়া বন্ধ করে দেবে।

Bootstrap Image Preview