Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুখ্যাত ড্রাগ মাফিয়ার স্ত্রী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১১:৩৫ AM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১১:৩৫ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া এল চাপোর স্ত্রী এমা কোরোনেল আইপুরোকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে সোমবার ভার্জিনিয়ার ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। গেলো মঙ্গলবার এমাকে আদালতে তোলা হয়।

মার্কিন বিচার বিভাগ সূত্রে জানা গেছে, এমার বিরুদ্ধে ১ কিলোগ্রাম হেরোইন, ৫ কেজি বা তার বেশি কোকেইন, ১ হাজার কেজি গাঁজা এবং ৫০০ গ্রামের বেশি মেথামফেটামাইনস পাচারের অভিযোগ উঠেছে। বিচার বিভাগ বলছে, ২০১৪ থেকে ২০১৭ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত এমা আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িয়ে ছিলেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র ধারণা মেক্সিকোর জেলে থাকাকালীন এল চাপোর কাছ থেকে সব তথ্য নিয়ে মাদক পাচার করতেন এমা। সরকারি আইনজীবীদের দাবি, ২০১৫ সালে এল চাপোকে মেক্সিকোর জেল থেকে পালাতেও সাহায্য করেছিলেন এমা।

২০১৬ সালে এল চাপো যখন আবারও গ্রেপ্তার হন তখন এমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। এল চাপোকে নিয়ে এমা পালানোর পরিকল্পনা করছিলেন বলেও জানিয়েছে এফবিআই। তার পরই নিউইয়র্কের জেলে সরিয়ে আনা হয় এল চাপোকে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

Bootstrap Image Preview