Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্মার্টফোন উৎপাদন কমাচ্ছে হুয়াওয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ০২:১৪ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২১, ০২:১৪ PM

bdmorning Image Preview


এ বছর স্মার্টফোন উৎপাদন ৬০ শতাংশ কমবে হুয়াওয়ের। সম্প্রতি সরবরাহকারীদেরকে এ ব্যাপারে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে নিককেই এশিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছর সাত থেকে আট কোটি স্মার্টফোনের জন্য যথেষ্ট উপকরণ অর্ডার দেওয়ার পরিকল্পনা রয়েছে হুয়াওয়ের।

গত বছর ১৮ কোটি ৯০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে স্মার্টফোন বিক্রির সংখ্যাটি আরও বেশি ছিল। সে বছর ২৪ কোটি স্মার্টফোন বিক্রি করেছিল হুয়াওয়ে।

এ বছর ঠিক কোন কোন হুয়াওয়ে স্মার্টফোন মডেলের উৎপাদন কমবে তা এখনও জানা যায়নি। অন্যদিকে, ফেব্রুয়ারির ২২ তারিখে নিজেদের নতুন ফোল্ডএবল মেইট এক্স২ আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

খবর রটেছে, নিজেদের গেইমিং নোটবুক এবং কনসোল নিয়ে গেইমিং বাজারে আসার পরিকল্পনা রয়েছে হুয়াওয়ের। এ বছরের দ্বিতীয় প্রান্তিকেই প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্সের পাশাপাশি চীনের বাজারে নামবে হুয়াওয়ের কনসোল ‘মেটস্টেশন’।

যুক্তরাষ্ট্রে এখন বাইডেন প্রশাসন এলেও নিষেধাজ্ঞা উঠছে না হুয়াওয়ের উপর থেকে। এ মাসের শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের জিনা রাইমোন্ডো বলেছেন, হুয়াওয়ের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার “কোনো কারণ নেই”।

Bootstrap Image Preview