Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনামুক্ত ১১৬ বছর বয়সী ফরাসি নান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৮:০২ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৮:০২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


জীবিতদের মধ্যে বিশ্বের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ১১৬ বছর বয়সী লুসিল র‌্যানডোন নামে এক ফরাসি নারী করোনামুক্ত হয়েছেন। তিনি সিস্টার এন্ড্রে নামে পরিচিত।

আগামী বৃহস্পতিবার তিনি ১১৭তম জন্মদিন উদযাপন করবেন বলে আশা করছেন।

জেরোন্টোলজি গবেষণা গ্রুপ এমন তথ্য প্রকাশ করেছে। ফরাসি পত্রিকা ভার-মাতিন'কে দেওয়া সাক্ষাৎকারে ওই নারীই তার করোনামুক্তির কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'আমি বুঝতেই পারিনি যে আমি করোনায় আক্রান্ত।’ কিন্তু করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার তিন সপ্তাহের মধ্যেই তিনি সেরে ওঠেন।

ফরাসি গণমাধ্যমের তথ্য মতে, গত জানুয়ারির মাঝামাঝি সময়ে সিস্টার এন্ড্রে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের তুলন শহরে করোনা টেস্টে পজিটিভ হন।

সিস্টার এন্ড্রে অন্ধ এবং তিনি হুইলচেয়ারে চলাফেরা করেন। চিকিৎসা নেওয়ার সময় তিনি এ নিয়ে কোনো চিন্তাই করেননি। গত জানুয়ারিতে সিস্টার এন্ড্রের সঙ্গে একই বাসায় থাকা ৮৮ জনের মধ্যে ৮১ জনই করোনাভাইরাসে আক্রান্ত হন, যাদের মধ্যে ১০ জন মারাও যান।

Bootstrap Image Preview