Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সড়ক দূর্ঘটনায় ছেলে-মেয়েসহ মা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:১৫ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:১৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে ট্রাক ও বাস চাপায় ছেলে-মেয়েসহ মা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে শহরের এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুনী খাতুন (৩০) বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী। তার ছেলে অদি (১২) ও মেয়ে সায়েবা (৬)। আহত অটোরিকশার চালক চান মিয়া (২৫) পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে সদর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরজু জানান, রুনী চশমা মেরামতের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে অটোরিকশাযোগে শহরে যাচ্ছিলেন। এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছলে যাত্রাবাহী এক বাস এক ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে অটোরিকশাটি ট্রাকের মুখোমুখি হয়ে দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই শিশুসহ রুনী মারা যায়। এতে গুরুতর আহত হয় চালক ও সায়েবা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সায়েবাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Bootstrap Image Preview