Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফ্রান্সের উপকূলে 'জাস্টিন' ঝড়ে দেখা মিলল সমুদ্র দেবতা'র!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২১, ০৯:২৭ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২১, ০৯:২৭ AM

bdmorning Image Preview


গ্রিক পুরাণের দেবতাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। দেব-দেবীদের মায়াবী অবয়ব ও রোমাঞ্চকর গল্প সবাইকে বিমোহিত করে। গ্রিক দেবতা বললে জিউসসহ অনেকেরই নাম আসে। তবে গ্রিক পুরাণে 'সমুদ্র দেবতা'ও ছিলেন একজন।

এবার সেই সমুদ্র দেবতার দেখা মিলল ফ্রান্সে। ফ্রান্সের উপকূলে 'জাস্টিন' ঝড় আঘাত হানলে রহস্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়। বিশাল ঢেউ সমুদ্রের প্রাচীরে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই গ্রিক সমুদ্র দেবতা (পোসাইডন)-এর প্রতিচ্ছবি দেখা যায়। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশ হয়েছে। 

প্রকাশিত বেশ কটি ছবিতে দেখা গেছে, 'জাস্টিন' ঝড়ে ৩০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হয়। আলোকচিত্রকর ম্যাথিউ রিভরিনের ক্যামেরায় অবিশ্বাস্য মুহুর্তটি ব্রিটেনির লেসকোনিলের কাছে ধরা পড়ে। তিনি বলেন, 'সমুদ্রের গ্রিক দেবতার চেহারা দেখে হতবাক হয়ে গিয়েছিলাম।'

৩১ বছর বয়সী এই আলোকচিত্রকর বলেন, 'ফরাসি উপকূলে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানার ছবি তুলছিলাম। তখনই আশ্চর্যজনক দৃশ্য দেখতে পাই। মাথায় মুকুট পড়ে সমুদ্রের দেবতা এগিয়ে আসছে।'

তার তোলা ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামজিক যোগোযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে অনেকের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

'পোসাইডন' ছিল সমুদ্রের দেবতা। পুরাণের গল্প অনুযায়ী তিনি জল, ঘোড়া এবং ভূমিকম্পের দেবতা এবং জাহাজ ভাঙ্গা ও ডুবে যাওয়ার জন্য দায়ী হিসেবে বিবেচিত হন। 

Bootstrap Image Preview