Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০২২ | ১৩ আশ্বিন ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

খুলনা-মোংলা রেললাইনের কাজ ডিসেম্বরেই শেষ হবেঃ রেলমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১, ১১:৪৬ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২১, ১১:৪৬ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


চলতি ২০২১ সালের ডিসেম্বরেই সম্পন্ন হবে খুলনা-মোংলা রেললাইনের নির্মাণ প্রক্রিয়া, এমনটিই জানালেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দীর্ঘ উন্নয়নমুখী এ কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া হাতে নিয়েছেন সরকার।

দক্ষিণাঞ্চলের উন্নয়নমুখী এ কর্মযজ্ঞ সম্পন্ন হলে প্রতিবেশী দেশ গুলোর সাথে দেশের দ্বিতীয় সমুদ্র মোংলা ব্যবহার করে অর্থনৈতিক সুবিদার অদান প্রদান সহজতর হবে বলে জানান তিনি। বর্তমানে যেসব পণ্য ট্রাকে পরিবহন হচ্ছে তা রেল সংযোগ সম্পন্ন হলে রেলে পরিবহন হবে যাতে ব্যায় সংকুলন সহ নিরাপদে পরিবহন সম্ভব হবে। যাতে অর্থ সময় দুটোরই সাশ্রয় হবে। গতকাল (৩০ জানুয়ারী) শনিবার সরেজমিনে খুলনা-মোংলা রেল  লাইনের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন কালে সংবাদ মাধ্যম কর্মিদের সাথে এসব বিষয়ে কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরের জুনে কাজটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও করোনা মহামারীতে তা বাধাগ্রস্থ হয়েছে। তবে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, মাটি ভরাটসহ আনুষাঙ্গিক কাজগুলো বর্তমানে শুকনা মৌসুম চলায় দ্রুত শেষ করা হবে যাতে আগামী ডিসেম্বরে শেষ হতে পারে।

এ সময় রেল মন্ত্রীর সাথে থাকা লাইনের নির্মাণ ঠিকাদার কোম্পানী ইরকনের প্রকল্প ম্যনেজার অজিত কুমার জানান, খুলনার ফুলতলা থেকে মোংলা বন্দর ৯৫ কিলোমিটার লাইনের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ লাইনের আওতায় ১০৭ টি কালভার্ড ও ৩১ ব্রিজ নির্মাণ কাজ আগেই সম্পন্ন হয়েছে এবং ৬৫ ভাগ মাটি লেভেলের কাজও সম্পন্ন করা হয়েছে। খুলনা-মোংলা এ রেল লাইনের কাজের ব্যয় ধরা হয়েছে চার হাজার কোটি টাকা।এর মধ্যে ভারত সরকার দেড় হাজার কোটি টাকা দেবেন বলে জানান তারা।

খুলনা-মোংলা উন্নয়নমুখী রেল সংযোগ কাজের অগ্রগতি পরিদর্শনে রেল মন্ত্রীর সাথে ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, রেল মন্ত্রনালয়ের সচিব মোঃ সেলিম রেজা, মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, খুলনা-মোংলা রেল নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানে ইরকনের প্রকল্প ম্যানেজার অজিত কুমার, ডেপুটি ম্যানেজার তীর থংকর জানা ও বিরেন সাহা সহ সংবাদিকবৃন্দ।

Bootstrap Image Preview