Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

থানচিতে গাড়ি উল্টে প্রাণ হারালো শ্রমিকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২১, ১২:২৫ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২১, ১২:২৫ PM

bdmorning Image Preview


বান্দরবানের থানচি উপজেলায় সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে ১ জন মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ৪ জন।

গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকালে থানচি-লিক্রি নির্মাণাধীন সড়কের ওয়াচাকো পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা আলীকদম থেকে আসা সড়ক নির্মাণ কাজের শ্রমিক বলে জানা গেছে। তবে এখনো নিহত ও আহতদের বিস্তারিত তথ্য জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আলীকদম থেকে শ্রমিক নিয়ে একটি জীপ গাড়ী থানচি লিক্রি সড়কের নির্মাণ কাজের উদ্দেশ্যে রওনা দিলে রাস্তার ৩ কি:মি: দুরে ওয়াচাকো পাড়ার কাছে গেলে গাড়ীটি দূর্ঘটনায় কবলিত হয়। এসময় ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় ৫ জনকে থানচি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ১ জনের মৃত্যু হয়। বাকীরা থানচি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর উদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে থানচি-লিক্রি নির্মাণ সড়কের ৩ কি:মি: এলাকায় নির্মাণ শ্রমিকবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ৩ জন মারা যায় এবং গুরুত্বতর আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview