Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এলাকাবাসীর সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৫০ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


গাইবান্ধা প্রতিনিধি-

গাইবান্ধা সদর উপজেলার পৌর নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি আটকে দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ, র‍্যাব ও বিজিবির সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‍্যাব  রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় একটি সরকারি গাড়িতে আগুন ও তিনটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে ।

শনিবার (১৬ জানুয়রি) সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) সংঘর্ষ চলছিল। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) তৌহিদুল ইসলাম। 

স্থানীয়রা জানান, কেন্দ্রে ভোট গণনা করা হবে না এমন গুজব ছড়িয়ে পড়লে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

তবে এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।

Bootstrap Image Preview