Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুজিববর্ষ উপলক্ষে কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৩৩ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৩৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


মুজিববর্ষ উপলক্ষে কক্সবাজার পৌরসভা আয়োজিত 'বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর বর্ণাঢ্য উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্রীড়াবান্ধব সরকার। সে জন্য প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ইতোমধ্যে এখানে আন্তর্জাতিক মানের একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। কাজ চলছে বিকেএসপির।’

তিনি বলেন, ‘কক্সবাজার স্টেডিয়াম ঘিরে আমার অনেক স্মৃতি রয়েছে। এখানে আমি নিয়মিত ফুটবল খেলতাম। এই স্টেডিয়াম থেকে অনেক কৃতি ও গুণী খেলোয়াড় জন্ম হয়েছে। দেশি-বিদেশি তারকা খেলোয়াড়েরা এই স্টেডিয়ামে খেলেছেন।’

তাই কক্সবাজার স্টেডিয়ামের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ। পাশাপাশি ক্রীড়ার এই উর্বর ভূমির উন্নয়নে সরকার সবধরণের সহযোগিতা করে যাবে। খেলাধুলায় সারাদেশের মধ্যে কক্সবাজার অনেক এগিয়ে গেছে। এখানকার ছেলেরা ফুটবল-ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে জাতীয় পর্যায়ে ভাল খেলে কৃতিত্বের স্বাক্ষর রাখছে।

Bootstrap Image Preview