Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জের ২ পৌর নির্বাচনের ফলাফল

একটিতে নৌকা অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৩৩ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২১, ১১:১২ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জ প্রতিনিধি-

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাদের বখত নৌকা প্রতীকে ২১ হাজার ৬৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে নাদের বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মুর্শেদ আলম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৮৫ ভোট। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী রহমত উল্লাহ হাত পাখা প্রতীক ২ হাজার ৩১৪ ভোট পেয়েছেন।

এদিকে ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আবুল কালাম চৌধুরী ১২ হাজার ৮২৩ ভোট পেয়ে বেসরসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ৭ হাজার ৯০৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

জগন্নাথপুর বিএনপির বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত আক্তারুজ্জামান আক্তার চামচ প্রতীকে ৮ হাজার ৩৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

রিটানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview