Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

খাগড়াছড়িতে ঝর্ণার পানিতে ডুবে দুই জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২১, ০৯:৩৬ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০২১, ০৯:৩৬ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


খাগড়াছড়ির মাটিরাঙায় পর্যটক কেন্দ্র রিছাং ঝর্ণার পানিতে অপু চন্দ্র দাশ ও প্রীতম দেবনাথ নামে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে।

অপু ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী। প্রীতম খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া এলাকার মৃত দুলাল নাথের ছেলে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেলে ঝরনায় ঘুরতে আসেন। তারা পাহাড় বেয়ে ঝরনার উপরের অংশে উঠেন। তখন পা পিছলে দুইজনই নিচে পড়ে যান। সাঁতার না জানায় দুইজনের কেউ উঠতে পারেননি। মরদেহ দুটি উদ্ধার করা হয়ছে।  

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই জানান, বিকালে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পান। মাটিরাঙ্গা থানার পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview