Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, মে ২০২৩ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টানা তিনদিন ব্যাংকে লেনদেন বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ০১:১০ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০, ০১:১০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে টানা তিনদিন বন্ধ থাকবে ব্যাংক লেনদেন। এ সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও কোনো লেনদেন হবে না।

চলতি বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে এবং নতুন বছরের প্রথম দুই দিন (১ ও ২ জানুয়ারি) সাপ্তাহিক ছুটি হওয়ায় ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ থাকবে। গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) ছিল চলতি বছরে দেশের ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনের শেষ কার্যদিবস।

এদিকে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকবে। তবে হবে না কোনো ধরনের লেনদেন।

অন্যদিকে এ তিনদিন অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন গ্রাহক। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও লেনদেনের সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকায় বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে। ব্যাংকে ছুটির তালিকায় ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

Bootstrap Image Preview