Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ক্রোয়েশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৭:০৯ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০, ০৭:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পর আঘাতে কেঁপে উঠেছে ক্রোয়েশিয়া।  মঙ্গলবারের এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছে বেশ কয়েকজন। 

রাজধানী জাগ্রেবের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ,বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। 

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানায়, দেশটির রাজধানী জাগ্রেব থেকে ১৭ মাইল দূরের পূর্বদক্ষিণাঞ্চলীয় এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে।

ক্রোয়েশিয়ায় আঘাত হানা ভূমিকম্প প্রতিবেশি সাইবেরিয়া এবং বসনিয়ায়ও অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে জানানো হয়, ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়ির ছাড় ধসে পড়েছে। অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। সম্পূর্ণভাবে ধসে পড়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

আগের দিন সোমবার একই এলাকায় ৫ দশমিক ২ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়।

ক্রোয়েশিয়া রেড ক্রস জানায়, তারা পেট্রিঞ্জায় ভূমিকম্পে আক্রান্তদের সহায়তায় সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে।
 

Bootstrap Image Preview