Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে আবারও বোমা হামলা, নিহত ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০৭:১৪ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০২০, ০৭:১৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের মধ্যে পার্লামেন্টের এক সদস্য রয়েছেন।

রাবিবার (২০ ডিসেম্বর) এই বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। প্রচণ্ড শব্দে বাড়ি-ঘর এবং দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক।

এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) আফগানিস্তানের গজনি প্রদেশে একটি ধর্মীয় সমাবেশে বোমা হামলায় ১১ শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছিলেন আরও অন্তত ২০ জন।

আল-জাজিরা জানায়, দেশটির সরকার একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। একদিন আগেই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনির গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণ হয়।

নিরাপত্তা বাহিনী বলছে, গাড়িতে রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেনি তালেবান অথবা আল-কায়েদা। তবে সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি হামলার দায় স্বীকারে করে বিবৃতি দেয় জঙ্গি গোষ্ঠী আইএস।

প্রতিদিনই আফগানিস্তানের কোথাও না কোথাও বিস্ফোরণ অথবা হামলা হচ্ছে। হাঁপিয়ে উঠা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন কুলকিনারা বের করতে পারছেন না।

Bootstrap Image Preview