Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রতিদিন বিমানে করে চুরি করতে যেতেন এই নারী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০৫:৫৮ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০২০, ০৫:৫৮ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ প্রতিদিন সকালে বিমানের কোনো এক ফ্লাইটে উঠে চলে যান অন্য শহরে। সারাদিন অভিজাত শপিং কমপ্লেক্সগুলোতে ঘোরাফেরা করে খুঁজে বের করেন কোনো ধনী ব্যক্তিকে। তারপর সুযোগ বুঝে তার হাতব্যাগটা নিয়ে সরে পড়েন। সন্ধ্যায় আবারো বিমানে করে ফিরে আসেন নিজের বাসায়। এমনই এক অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ওই নারীর নাম মুনমুন হুসেন ওরফে অর্চনা বড়ুয়া। তার বাড়ি ভারতের কলকাতায়। তবে থাকেন বেঙ্গালুরুতে। বিমানে ঘুরে ঘুরে সকাল থেকে সন্ধ্যা ধনী ব্যক্তিদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের জিনিসপত্র চুরি করতেন এই নারী। বেঙ্গালুরু থেকে এই নারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অসংখ্য হাইপ্রোফাইল চুরির মামলায় অভিযুক্ত এই নারী।

পুলিশ জানায়, অর্চনা আগে অর্কেস্ট্রা বারে গান গাইতেন। পরে পেশা হিসেবে বেছে নেন দেশের সর্বত্র ঘুরে ঘুরে চুরি করা। ২০০৯ থেকে চুরি করছেন তিনি। অর্কেস্ট্রা সিঙ্গারের কাজ হারানোর পর এসেছেন এই পেশায়।

মুম্বাই পুলিশ আরো জানায়, গত বছর থেকে এই নারীর খোঁজ করছিলেন তারা। এক নারী অভিযোগ করেন, মুম্বাইয়ের লোয়ার প্যানেলের হাই স্ট্রিট ফিনিক্স শপিংমলের জারা শোরুম থেকে তার ব্যাগ চুরি হয়ে যায়। ব্যাগে তার ফোন, সোনার গয়না ও ১৪.৯০ লাখ নগদ টাকা ছিল।

পুলিশ সিসিটিভি ফুটেজে দেখতে পায়, অভিযোগকারি নারী বিল দেয়ার জন্য ব্যাগটি মাটিতে নামিয়ে রেখেছিলেন। সেটি তুলে নিয়ে হেটে চলে যান অর্চনা। তদন্তে নেমে তারা দেখে, ২০১৮ সালেও লোয়ার প্যানেলের অন্য একটি জারা আউটলেট এবং শিবাজি পার্কের এক ল্যাকমে বিউটি পার্লারে এমনই অপরাধ ঘটেছে। সবখানেই অপরাধী একই ব্যক্তি।

গ্রেফতারের পর তার কাছ থেকে গয়না, টাকা, মোবাইল ফোন এবং ব্যাগে থাকা কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি কলকাতা, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও একই ধাঁচে চুরি করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

Bootstrap Image Preview