Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘তাদের দাফনের আগে আমার কেন দাফন হলো না?’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০৩:০২ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০২০, ০৩:০২ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ গত শনিবার (১৯ ডিসেম্বর) ভোরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেল গেট এলাকায় বাস ও ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের আপন দুই ভাই সরোয়ার হোসেন (৪০) ও আরিফুর রহমান রাব্বি (২০) নিহত হয়েছেন। একসঙ্গে দুই ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা-মা। তাদের সান্ত্বনা দিতে আসা গ্রামবাসীরাও নির্বাক প্রায়।

তারা দুই ভাই আটুল গ্রামের পল্লী চিকিৎসক আলতাফ হোসেনের ছেলে। তার ওই দুই ছেলে ছাড়া আর কোন সন্তান নেই। বড় ছেলে সারোয়ার গ্রামীণ পশু চিকিৎসক আর ছোট ছেলে রাব্বী সবে এইচএসসি পাস করেছেন।

বাবা আলতাফ হোসেন আহাজারি করতে করতে বলেন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা কোর্সে এ ভর্তির জন্য ছোট ভাই রাব্বীকে সঙ্গে নিয়ে বড় ভাই সরোয়ার গত বুধবার ঢাকা যান। ভর্তি শেষে দুই ভাই রাতে ঢাকা থেকে পষ্ণগড় এক্সপ্রেস ট্রেনে বাড়ির উদ্দেশে জয়পুরহাট স্টেশনে পৌঁছে। পরে হিলিগামী বাঁধন নামে যাত্রীবাহী বাসে চড়ে পাঁচবিবি যাওয়ার পথে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয়ভাবে পারিবারিক কবরস্থান থাকলেও শুধু নিজের পরিবারের লোকদের জন্য বাড়ির সামনে ৭ শতক জমি কেনেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের আলতাফ হোসেন। সেই জমিতে প্রথম দাফন করা হলো তার দুই ছেলেকে।

আলতাফ হোসেন বলেন, কবরস্থানের জন্য কেনা জায়গায় তাদের দাফনের আগে আমার কেন দাফন হলো না?

Bootstrap Image Preview