Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

করোনাভাইরাসে আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৮:৩৯ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ০৮:৩৯ PM

bdmorning Image Preview


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এলিসি প্রাসাদের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে লক্ষণ দেখা যাওয়ার পর ৪২ বছর বয়সী প্রেসিডেন্টের পরীক্ষা করানো হয় আর এখন তিনি আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন।  

এক কর্মকর্তা জানান, মি. ম্যাক্রোঁ এখনো দেশ পরিচালনার "প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন" এবং তিনি আইসোলেশনে থেকেই কাজ করবেন।

ফ্রান্সে করোনাভাইরাস সংক্রমণের হার কমিয়ে আনতে চলতি সপ্তাহে রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে।ফ্রান্সে করোনাভাইরাস বাড়তে থাকায় এই সপ্তাহ থেকে নাইট কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।  আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫৯ হাজার ৪০০ জন।

Bootstrap Image Preview