Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিলাসবহুল বাড়ির মালিকানা দাবি করছে না কেউ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ১১:৫৩ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ১১:৫৩ AM

bdmorning Image Preview


মস্কোর উপকণ্ঠে বিলাসবহুল এক রাজপ্রাসাদ। এর মধ্যে রয়েছে ৯১,৫০০ বর্গফুটের লিভিং স্পেস। তিনতলা বিশিষ্ট এই ভবনে রয়েছে আরো ৩২,০০০ বর্গফুটের ফাঁকা জায়গা। আছে ২১,৫০০ বর্গফুটের আস্তাবল। বাড়িটি ১৫ একর জায়গার একপ্রান্তে।

চারদিকে বেষ্টন করে আছে নিরাপত্তা দেয়াল। ভিতরে আছে একটি হেলিপ্যাড। ফুটবল খেলার মাঠ।রয়েছে বিস্তৃত বন। একটি পরিপূর্ণ পুকুর। আর চারদিকটা ছবির মতো সাজানো। কিন্তু রহস্য দানা বেধেছে এই বাড়িকে ঘিরে। তা হলো, কে এই বাড়ির মালিক।

এর কোনো সদুত্তর মিলছে না। অনেকেই এমনকি রাশিয়ার একটি পত্রিকা ধারণা করছে, এর মালিক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু এর পক্ষে অকাট্য প্রমাণ মেলেনি। ফলে বাড়িটি নিয়ে রহস্যের পর রহস্য দেখা দিচ্ছে।

এ নিয়ে অনলাইন ডেইলি মেইলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বাড়িটির মালিকানার স্থানে লেখা ‘রাশিয়ান ফেডারেশন’। প্রশ্ন হলো রাশিয়ান ফেডারেশন যদি মালিক হয় তাহলে সরকারি তথ্য প্রকাশ হওয়ার কথা। মিডিয়াকে জানানোর কথা বাড়িটি কি উদ্দেশে নির্মাণ করা হয়েছে। এর নির্মাণ কাজ করছে ‘প্রপার্টি-ভি’ নামে একটি কোম্পানি। এর ফলে সংশয় দেখা দিয়েছে যে, সরকারের মধ্যে উচ্চতর পর্যায়ের কেউ হবেন এর মালিক।

এমনকি তিনি পুতিনও হতে পারেন। রাশিয়ার সংবাদ বিষয়ক সাইট সোবেসেদনিক বাড়িটির আসল মালিক কে তা উদ্ধারে চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হয়েছে তারা। কিন্তু একজন কলামনিস্ট এটা উদ্ধার করতে পেরেছেন যে, পুতিনের ঘনিষ্ঠ চক্রের লোকজনের পক্ষে প্রতিষ্ঠিত, পরিচালিত ব্যবসার বহু কাজের সঙ্গে সম্পর্ক আছে প্রপার্টি-ভি-এর।

প্রপার্টি-ভি এর একটি প্রজেক্ট আছে ক্রাসনায়া পোলিয়ানা, সোচি স্কি রিসোর্টে। ওই অঞ্চলে বসবাস করেন পুতিনের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু মানুষ। এর মধ্যে রয়েছেন অলিম্পিক জিমন্যাস্ট অ্যালিনা কাবায়েভার মা লুবোভ কাবায়েভা।

উল্লেখ্য, অ্যালিনা কাবায়েভার বয়স এখন ৩৮ বছর। তিনি এরই মধ্যে মিডিয়া টাইকুন বা মিডিয়া ধনকুবের হয়ে উঠেছেন। অভিযোগ আছে, শক্তিধর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে রয়েছে তার দহরম মহরম। তবে উভয় পক্ষই এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

Bootstrap Image Preview