Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরযাত্রীর ট্রলারডুবি: ৮ জন এখনো নিখোঁজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ০১:২১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০, ০১:২১ PM

bdmorning Image Preview


বরযাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় ৭ জনের মরদেহসহ ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার (১৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত এখনো ৮ জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে হাতিয়া নৌ-পুলিশের ইনচার্জ আকরাম উল্যা। এদিকে সকালে কোস্টগার্ডের ৪ সদস্যের একটি ডুবুরি টিম নিখোঁজদের উদ্ধার করতে হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে।

হাতিয়া নলেরচর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম উল্লাহ জানান, নিখোঁজদের মধ্যে রয়েছেন- জাকিয়া বেগম, নারর্গিস, হালিমা, লামিয়া, নিহা, আমির হোসেন, আলিফ ও শিশু হাসান। নিখোঁজদের উদ্ধারে নৌ-পুলিশের পাশাপাশি কোস্টগার্ডের দুইটি দল নদীর বিভিন্ন স্থানে অভিযানে চালাচ্ছে।

তিনি আরও জানান, জীবিতদের দেয়া তথ্য থেকে জানা যায় ট্রলারটিতে প্রথমে বরপক্ষ থেকে শিশু নারীসহ ৩০ জনের মতো এসেছিল কিন্তু যাওয়ার সময় কনেপক্ষের আরও ১৫ জন ট্রলারটিতে উঠে পড়ে। ট্র্রলারটি চানন্দী ঘাট থেকে ভোলার মনপুরা কলাতলী গ্রামে যাওয়ার পথে কেরিংচরের শান্তিপুর ঘাটের পাশে প্রবল স্রোতের মুখে দুপুর দেড়টার সময় ডুবে যায় । পরে আশপাশের ট্রলারে থাকা জেলেরা এগিয়ে এসে অধিকাংশ যাত্রীকে উদ্ধার করলেও নববধূসহ সাতজনের মরদেহ উদ্ধার করে।

মৃতরা হলেন- নববধূ তাসলিমা বেগম (২১), নুর জাহান, আছমা বেগম, রাহেনা বেগম, নুর জাহান, শিশু আফরিন আক্তার লামিয়া, মিলি আক্তার ও হোসনে আরা বেগম রুপা।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিখোঁজ হওয়া এক নারী ও সাত শিশুকে উদ্ধারে কোস্টগার্ড ও নৌ-পুলিশ কাজ করছে। নদীতে জোয়ার-ভাটা থাকার কারণে তারা ভেসে অন্যদিকে চলে যেতে পারে। তারপরেও তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview