Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরবে পৌঁছেছেন আরও ৩০২ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:১৪ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:১৭ PM

bdmorning Image Preview


সাউদিয়া এয়ারলাইন্সে করে আরও ৩০২ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্তজাতিক বিমানবন্দর থেকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে  ফ্লাইটি ঢাকা ছাড়ে।

স্থানীয় সময় রাত ৩টা ২০ মিনিটে পৌঁছায় সৌদি আরব পৌঁছায় বিমানটি। উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে যাওয়া এই প্রবাসীরা সৌদি আরবে পৌঁছাতে পেরে স্বস্তিতে।

করোনা পরীক্ষা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগের মধ্যে থাকতে এই ফ্লাইটের অনেক যাত্রীদের। তাদের মধ্যে একজন নোয়াখালীর আরিফ। টিকিটের জন্য ৫ দিন আগে ঢাকায় আসেন বাবাসহ। বৃহস্পতিবার দুপুরে হাতে টিকিট পান আর তার ফ্লাইট শুক্রবার রাতে।  বৃহস্পতিবার বিকালে মধ্যে মহাখালি ডিএনসিসি করোনার স্যাম্পল বুথে গেলেও তাদের ফিরে আসতে হয়। পরের দিন ভোর ৩টায় নমুনা দিতে লাইনে দাঁড়ান তাারা। সকাল সাড়ে ৯টায় নমুনা জমা দেন।

 সন্ধ্যা ৬টার মধ্যে বিমানবন্দরে যাওয়ার কথা বলেছে সাউদিয়া। আরিফের মতো হাতে করোনার পরীক্ষার ফল না আসায় কী করবেন ভেবে দিশেহারা  আলি আকবর। এমন দো টানার মধ্যেই ৫ জন চলে আসেন বিমানবন্দরে। ১৫ জন অপেক্ষা করতে থাকেন মহাখালীতে।  অবেশেষে রাত ৯টার দিকে করোনা নেগেটিভ মেসেজ পান তারা।

Bootstrap Image Preview