Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফেসবুকে ভুয়া আইডি খুলে ওমান থেকে ঢাকার কিশোরীকে ব্ল্যাকমেইল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২০, ১২:০৬ AM
আপডেট: ১০ মে ২০২০, ১২:০৬ AM

bdmorning Image Preview


ফেসবুকে ভুয়া আইডি খুলে রাজধানীর মিরপুরের স্কুলপড়ুয়া কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বেশকিছু  ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করতো এক ব্যক্তি । এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট। তারা খুঁজে পায় অভিযুক্ত ওমান প্রবাসী এক ব্যক্তিকে।

অভিযোগে জানা যায়, ওমান প্রবাসী এক ব্যক্তি সম্প্রতি ফেক আইডি ব্যবহার করে ঢাকার মিরপুরে স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এরই একপর্যায়ে কিছু ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয় ওই ব্যক্তি। সুপার কম্পোজের মাধ্যমে ওই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে কয়েক ধাপে ছাত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয় ওমান প্রবাসী ওই ব্যক্তি। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী অভিযোগ করলে তদন্তে নামে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট।

ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহকারী কমিশনার এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার অপরাধে এক ওমানপ্রবাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খুব দ্রুত অপরাধীকে দেশে ফেরত আনা হবে। ওমানে বসে বিভিন্ন ফেইক ফেসবুক আইডির মাধ্যমে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে এক ওমানপ্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি এক ওমানপ্রবাসী একটি ফেইক আইডি ব্যবহার করে ঢাকা মিরপুরের একটি স্কুলপড়ুয়া ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে কিছু ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয়। অতঃপর আইডি থেকে ছাত্রীটিকে অনবরত ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত বাংলাদেশি।

ভুক্তভোগী ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দিলে এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় তদন্ত করে তার পরিচয় শনাক্ত করেন। এরপর ওমানপ্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় ইতোমধ্যেই অপরাধীর পাসপোর্ট কপি এবং ব্যবহৃত ভুয়া ফেসবুক আইডিটি উদ্ধার করা হয়। ওই আইডি থেকে তার আরও নানা অপকর্মের প্রমাণ পেয়েছে সাইবার ক্রাইম ইউনিট

Bootstrap Image Preview