Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবনের চেয়ে ধর্ম-অর্থ যেখানে বড়, তারই নাম পৃথিবী নামের গ্রহ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০, ০৩:১৯ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০২০, ০৩:১৯ PM

bdmorning Image Preview


হাসানুজ্জামান সাকী।। 

 

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় মুসলিম ধর্মীয় নেতা মাওলানা আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম হয়েছিল ১১ এপ্রিল। এবার দেখুন, নিউইয়র্কের ব্রুকলিনের অত্যন্ত সম্ভ্রান্ত ও ধনীদের এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) কি হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনায় মারা যাওয়া একজন ইহুদি নেতার ফিউনারেলে সেখানে জড়ো হয়েছিল অন্তত আড়াই হাজার মানুষ। করোনা আমাদের অনেক কিছু শেখালো। অনেক কিছু দেখালো। আমরা জানলাম, হোক তা ব্রাহ্মণবাড়িয়া কিংবা ব্রুকলিন, মানুষের চরিত্র সর্বত্র এক ও অভিন্ন।

আরেকটা ছবি দেখাই। মঙ্গলবারেরই চিত্র এটি। টেক্সাসের সমুদ্র সৈকতে মানুষের ঢল। নিজেদের গাড়ি নিয়ে সৈকতের জলরাশিতে নেমে পড়েছে হাজার হাজার মানুষ। দেশটিতে যেসব স্থানে লকডাউন খুলে দেওয়া হয়েছে, সেখানে সবার আগে কি খুলেছে জানেন? সেলুন, বিউটি পার্লার, ম্যাসাজ সেন্টার। কী অদ্ভূদ! তাই না? এতকিছু রেখে এগুলো খোলাই জরুরি হয়ে পড়লো? বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নামছে লকডাউনের বিরুদ্ধে। এজন্যই বোধহয় লকডাউন খুলে দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জীবনের চেয়ে ধর্ম-অর্থ যেখানে বড়, তারই নাম পৃথিবী নামের গ্রহ!

লেখকঃ নিউইয়র্ক প্রবাশী সাংবাদিক।

Bootstrap Image Preview