Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যৌনপল্লিতে বিক্রি হচ্ছে সিরীয় নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২০, ০৫:১৭ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২০, ০৫:১৭ PM

bdmorning Image Preview


যুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার লাখ লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে। ঘরবাড়ি হারিয়ে তাদের আশ্রয় এখন শরণার্থী শিবির। এর মধ্যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে নারী ও শিশুদের ওপর।

আলজাজিরা জানায়, সিরিয়ার নারীদের অনেকে জোরপূর্বক যুক্ত হচ্ছেন যৌনতার সঙ্গে। যৌনকর্মী হিসেবে লেবাননে বিক্রি করে দেয়া হচ্ছে তাদের।

বৈরুতের নিরাপত্তা বাহিনী (আইএসএফ) এবং গোয়েন্দা সংস্থা জিএসের দুই সূত্র থেকেই জানা যায়, লেবাননে যৌনপেশার সঙ্গে যুক্ত সিরীয় নারীদের সবাই নানাভাবে পাচারের শিকার।

কেউ সরাসরি একবারে আবার কেউ কয়েক হাত ঘুরে বিক্রি হচ্ছে যৌনপল্লীগুলোতে।

দেশটিতে রোমান ক্যাথলিক চার্চের একজন স্বেচ্ছাসেবক পল জানান, একটি এনজিওর হয়ে তিনি এক সিরীয় নারীকে সহায়তা দেয়ার চেষ্টা করেছিলেন, তাকে পাচারকারীরা পিটিয়ে আহত করে এবং মেরে ফেলার হুমকি দেয়।

বৈরুত এবং উপকূলীয় শহর জোয়ানিহ’তে যৌন পেশায় যুক্ত বেশির ভাগই সিরীয় নারী। জিএসের একজন কর্মকর্তা জানান, এসব এলাকায় অন্তত ৮০০ নারী এবং শিশু জোরপূর্বক যৌনপেশায় যুক্ত আছে। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে তিনি জানান।

Bootstrap Image Preview