Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সব মুসলিম দেশই আমেরিকার টার্গেট: ইরাকের সুন্নি ওলামা পরিষদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১০:৫৬ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১০:৫৬ AM

bdmorning Image Preview


 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল মুসলিম দেশগুলোকে ধ্বংসের জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বলে জানিয়েছেন ইরাকের সুন্নি ওলামা পরিষদের প্রধান শেইখ মুহাম্মাদ আল-মোল্লা। খবর ইরানি নিউজ সাইট পার্সটুডের।

বসরায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকের পপুলার মোবালাইজেশন কমিটির উপপ্রধান আবু মাহদি আল মোহানদেসের শাহাদাতের চেহেলামকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তিনি একথা বলেন।

শেইখ মুহাম্মাদ আল-মোল্লা আরও বলেন, আমেরিকা জোর করে ইরাকে প্রবেশ করেছে এবং এখনও অবস্থান করছে। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ইরাককে ধ্বংস করা।

তিনি বলেন, তার নেতৃত্বাধীন সংগঠন সন্ত্রাসবাদ এবং গোষ্ঠী-প্রীতি ও সাম্প্রদায়িকতার ঘোর বিরোধী। একইসঙ্গে তাদের অবস্থান হচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে। কারণ মার্কিনী ও ইসরাইলিরা মুসলমানদের ধ্বংস চায়। মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব আরোপ করেন ইরাকের এই আলেম।

গতকাল (শুক্রবার) ইরাকের বসরায় অনুষ্ঠিত ওই শোকানুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview