Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মুসলিম বিশ্বকে কঠোর হওয়ার আহ্বান ইরান ও তুরস্কের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ০৪:৪২ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ০৪:৪২ PM

bdmorning Image Preview


সম্প্রতি  যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 'ডিল অব দ্য সেঞ্চুরি' নামের কথিত শান্তি পরিকল্পনা উত্থাপন করা হয়েছে। ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে এই পরিকল্পনা পেশ করেছে ট্রাম্প প্রশাসন। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে ইরান ও তুরস্ক।

রবিবার দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও তার তুর্কি সমকক্ষ মেভলুত চাভুসওগল্গু ওই টেলিফোনালাপে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত অবসানের লক্ষ্যে যে একপেশে ও মুসলিম স্বার্থ-বিরোধী পরিকল্পনা উত্থাপন করা হয়েছে তার তীব্র নিন্দা জানান।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরায়েলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ  করা হয়েছে।

মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া, জর্ডান নদীর পশ্চিম তীরের মাত্র ৭০ ভাগ ভূমি  ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এবং প্রতিরোধ আন্দোলনগুলো অর্থাৎ সকল ফিলিস্তিনি জনগণ ট্রাম্পের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।

Bootstrap Image Preview