Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে গুণীজনদের সম্মাননা দিলেন শ্রীমঙ্গল যুব সচেতন নাগরিক পরিষদ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ০৬:৪৭ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ০৬:৫০ PM

bdmorning Image Preview


শ্রীমঙ্গল যুব সচেতন নাগরিক পরিষদ'র উদ্যোগে সমাজসেবামূলক সংগঠন 'অধ্যায়ের'র সহযোগিতায় স্ব স্ব ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় গুণীজনদের সম্মানননা প্রদান করা হয়েছে।শনিবার দুপুরে স্থানীয় মহসিন অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষা,সমাজসেবা ছাড়াও বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা দেন সংগঠনটি।

প্রথমে প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষায় বিশেষ অবদান রাখায় দৈনিক সময়ের আলো ও জিটিভির মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক হৃদয় দেবনাথ এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অথিতিরা।সংগঠনের সভাপতি লুৎফর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাংবাদিক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক এবং শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার হরিপদ রায়,ডাক্তার বিনেন্দু ভৌমিক,শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছালিক আহমেদ,তদন্ত ওসি সোহেল রানা,শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা প্রমুখ।

সংগঠনটির তৃতীয় বর্ষপূর্তি উৎযাপন উপলক্ষ্যে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আটজন গুণী ব্যাক্তিকে সংবর্ধণা দেন সংগঠনটি।পাশাপাশি দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণের পাশাপাশি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝেও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়!পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ'শ লোকের সমাগম হয়েছে!সংবর্ধিত অন্যান্য ব্যাক্তিরা হলেন বীর মুক্তিযোদ্ধা আবু শহীদ আব্দুল্লা মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় ,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ,সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ,শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক প্রফেসর আব্দুর রাজ্জাক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবাল মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় ,মরহুম ডাক্তার জিলানীর পক্ষে মরোনোত্তর সম্মাননা গ্রহণ করেন তার সন্তান লালু আহমেদ জনসেবায় বিশেষ অবদান রাখায় ,বাংলাদেশ দলিত নারী কমিটির সভাপতি প্রভা রানী বারিক দলিত নারীদের পক্ষে বিশেষ অবদান রাখায় ,সমাজ সেবায় সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু সমাজ সেবায় বিশেষ অবদান রাখায়।

উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের দরিদ্র নিপীড়িত এবং মেধাবী অসহায় শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করে আসছেন।সংগঠনের সভাপতি লুৎফর রহমান লিটন বলেন,আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী অসহায় নিপীড়িত এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে আসছি তবে ভবিষ্যতে আরো বৃহৎ পরিষরে জনকল্যানে সংগঠনটি কাজ করবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview