Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জার্মানদের কাছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর নেতা ডোনাল্ড ট্রাম্প!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাষ্ট্র জার্মানির অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু দেশটির নাগরিকেদের কাছে মার্কিন প্রেসিডেন্ট খুবই অপছন্দের ও ভয়ঙ্কর। এক জরিপে জার্মানির সাধারণ নাগরিকদের প্রশ্ন করা হয়েছিল, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‍ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কাকে আপনার বেশি ভয়ঙ্কর মনে হয়?

ওই জরিপে সর্বোচ্চ ৪১ ভাগ ভোট পড়েছে ট্রাম্পের নামের পাশে। দ্বিতীয়তে আছেন কিম জং উন (১৭ শতাংশ)। এরপর পুতিন ও খামেনেই সমান আট শতাংশ করে। সবার শেষে রয়েছে চীনা প্রেসিডেন্ট, সাত ভাগ। জরিপটি করেছে জার্মান সংবাদ সংস্থা ডয়চে প্রেসে-আগেনট্যুর বা ডিপিএ। দুই হাজারেরও বেশি জার্মান নাগরিক এতে অংশ নেন।

গত বছর জুলাইতে একইরকম আরেকটি জরিপ করেছিল যুক্তরাজ্যভিত্তিক জরিপ সংস্থা ‘ইউগভ পোল'। সেখানেও দেখা গেছে, জরিপে অংশ নেয়া ৪৮ শতাংশ জার্মান মনে করেন কিম ও পুতিনের চেয়ে ট্রাম্প বেশি ভয়ঙ্কর। ওই জরিপে অবশ্য ইরান ও চীনের নেতাদের অন্তর্ভূক্ত করা হয়নি।

আরেক সালতামামি জরিপে দেখা গেছে, জার্মানদের কাছে অন্যান্য ইউরোপীয় নেতাদের তুলনায় চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের কদর কমে গেছে। জার্মানির ফুঙ্কে মিডিয়া গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান কানতার ইনস্টিটিউটের করা এই গবেষণায় দেখা যায়, জরিপে অংশ নেয়া ৫৭ ভাগ জার্মান ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর প্রতি বেশি আস্থা রাখেন আর ৫৩ শতাংশ রাখেন ম্যার্কেলে।

এমনকি খুব কম আস্থা রাখেন কার ওপর এমন প্রশ্নের জবাবে ব্যবধান আরো বেড়ে গেছে। ৪৪ ভাগ বলেছেন ম্যার্কেলের ওপর তাদের আস্থা সামান্য, আর ৩২ ভাগের এমন ধারণা মাক্রোঁকে নিয়ে। ট্রাম্প অবশ্য এখানেও সবার শেষে। জরিপে অংশগ্রহণকারীরা সবচেয়ে কম আস্থা রাখছেন তার ওপর (৮৯ শতংশ) এরপর আছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান (৮৬ শতাংশ) এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (৭১ শতাংশ)।

 

Bootstrap Image Preview