Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের পাতিবিলা ইটভাটা নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের আহত যাত্রীরা জানিয়েছেন, সাজিম পরিবহনের বাসটি ( খুলনা মেট্রো-জ-১১-০১১৯) জীবননগর থেকে কালীগঞ্জ যাচ্ছিল। দ্রুতগতিতে বাসটি চলছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে।

কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সম্পা মোদক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বেশ কয়েকজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে প্রায় ২৫ জন আহত রোগীকে আনা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

 

Bootstrap Image Preview