Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, মে ২০২২ | ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

হাসপাতালে চেয়ার না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিজের কাঁধেই বসালেন স্বামী, ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:১৬ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মানবিক একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে, স্ত্রী সন্তান সম্ভবা। স্বামী তাকে নিয়ে গেছেন হাসপাতালে। বসার কোনো চেয়ার পাওয়া না যাওয়ায় নিজে নিচু হয়ে চেয়ারের মতো বসে পড়েন স্বামী। আর তার ওপর বসে ছিলেন সেই নারী।

এ দম্পতি কারা তা জানা না গেলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিচুয়ান প্রদেশের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই দম্পতি হাসপাতালে আসার পর অনেকের কাছে চেয়ার চেয়েও পাননি। পরে তার স্ত্রীর কষ্ট হচ্ছে দেখে নিজেই চেয়ারের মতো করে হাসপাতালের মেঝতে বসে পড়েন ওই স্বামী। পরে স্বামীর ঘাড়ের ওপর বসে পড়েন ওই নারী।

এ ঘটনা হাসপাতালের সার্ভিলেন্স ক্যামেরায় ধরা পড়ে। পরে কেউ এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। স্ত্রীর প্রতি স্বামীর এমন ভালোবাসার দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে।

Bootstrap Image Preview