Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রিয়জনের জন্য বিদেশ থেকে উপহার নয়, পেঁয়াজ নিয়ে ফিরছেন প্রবাসীরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ PM

bdmorning Image Preview


পরিবারপরিজনের জন্য প্রসাধনি কিংবা উপহার নয়, এবার দেশের সংকটে বিদেশ থেকে পেঁয়াজ নিয়ে আসছেন প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের ওমান, কাতার, বাহরাইন, আরব আমিরাত ও সৌদি আরব থেকে এবার পিয়াজ আনছেন চট্টগ্রামের প্রবাসীরা।

গত এক সপ্তাহে পেঁয়াজ নিয়ে এসেছেন এমন কয়েকজন প্রবাসীর সন্ধান মিলেছে চট্টগ্রামের বেশ কিছু জায়গায়। এরমধ্যে চট্টগ্রাম মহানগরীর নালাপাড়া এলাকার ওমান প্রবাসী সুরজিত দাশ ৯ কেজি পেঁয়াজ নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি ওই এলাকার দেবজিত দাশের ছেলে।

শনিবার সকাল ১১টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বোরোনোর পর ব্যাগে পিয়াজ দেখে সুরজিত দাশকে ঘিরে ধরেন অনেকে। বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকার সমান পেঁয়াজ সুরজিত কিনেছেন ওমানি মুদ্রায় মাত্র ২.৫০ টাকা দরে।

Bootstrap Image Preview