Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নওগাঁয় ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ০৮:৪০ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৯, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নওগাঁর নিয়ামতপুরে একটি জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের একটি নারায়ণ মূর্তি উদ্ধার করেছে টাস্ক ফোর্স।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার হাজিনগর ইউনিয়নের খোর্দ্দচম্পা গ্রামের আব্দুল মান্নানের বাড়ির পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

১৬ বিবিজির কমান্ডিং অফিসার লে. কর্নেল এ কেএম আরিফুল ইসলাম জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া ও থানার ওসি আবুল কালাম আজাদকে নিয়ে একটি টাস্কর্ফোস খোর্দ্দচম্পা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রামের আব্দুল মান্নানের বাড়ির পাশ পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের নারায়ণ মূর্তিটি উদ্ধার করা হয়।

মূর্তিটি সম্পর্কে জানা যায়, এর প্রকৃত ওজন ১৯ কেজি ২৪০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা। ধারণা করা হচ্ছে মূর্তিটি পাচারের জন্য সেখানে রাখা হয়েছিল।

তিনি আরও জানিয়েছেন, মূর্তিটি নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে হেফাজতে রয়েছে।

Bootstrap Image Preview