Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেওয়া আগুনে বাংলাদেশি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯, ১০:৫৬ AM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৯, ১০:৫৬ AM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেওয়া আগুনে পুড়ে ইমরান (২৮) নামের বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার (২৩ অক্টোবর) ভোরে সাউথ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মুজাফফরপুর খলিফাকান্দি এলাকার দুদু মিয়া খলিফার ছেলে। নিহতের খালাতো ভাই আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত সোমবার (২১ অক্টোবর) রাতে ডাকাতের দেওয়া আগুনে দগ্ধ হন ইমরান।

আব্দুস সালাম জানান, দক্ষিণ আফ্রিকার ওরেঞ্জফার্ম এলাকায় দোকান দোকান পরিচালনা করতেন ইমরান। সোমবার রাতে একদল ডাকাত হানা দেয় তাঁর দোকানে। ডাকাতি শেষে দোকান আটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাতদল। এতে মাদারীপুরের শিবচরের ইমরান ও আব্দুর রহিম দগ্ধ হন।

গুরুতর অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে অন্য প্রবাসীরা স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান ইমরান। দুগ্ধ রহিম ওই হাসপাতালে  চিকিৎসাধীন।

Bootstrap Image Preview